|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাসপাতাল পৌঁছানোর আগেই করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২০
আকাশ সরকার,রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছার আগেই এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার করোনার উপসর্গ ছিল। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। এই ব্যবসায়ীর নাম পারভেজ (৪৫)। তার বাবার নাম কচি। নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় তার বাড়ি। নগরীর সাহেববাজারের আরডিএ মার্কেটে তার কসমেটিকসের দোকান আছে। গত ১০ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। পারভেজের স্বজনরা জানান, ১০ দিন ধরে জর থাকলেও তার করোনার পরীক্ষা করা হয়নি। বিকালের দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। তাই তাকে হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। রাত ৯টা পর্যন্ত মরদেহ হাসপাতালের জরুরি বিভাগেই ছিল। তিন ঘণ্টা পর কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মরদেহ নিয়ে যাবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.