|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মানবপাচারের শিকার, ১৩ বাংলাদেশি সহ ২৮ জন বিদেশি নাগরিক মালয়েশিয়ায় উদ্ধার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২০
অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় পাচারের শিকার ঘরে বন্দি থাকা অবস্থায় এমন ১৩ বাংলাদেশিসহ ২৮ জনকে উদ্ধার করেছে সে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৫জুন) ভোররাত আনুমানিক আড়াইটার দিকে একটি ঘর থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারের পর মালয়েশিয়ার কুলিম জেলা পুলিশের কার্যালয় নিয়ে যাওয়া হয় তাদের। কুলিম জেলা পুলিশ সুপার আজহার হাশিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আলোস্টারের কুলিমে তামান এমবিআই দেছাকু পাডাং সেরাইয়ের একটি ঘরে অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিন দেশের নাগরিকদের মধ্যে যথাক্রমে পাকিস্তানের ৭, বাংলাদেশের ১৩ ও ইন্ডিয়ার ৮ জন নাগরিক রয়েছে। তাদের বয়স আনুমানিক ২১ থেকে ৪৪ বছর এবং তদন্তের স্বার্থে পুলিশ এখনো তাদের নাম ঠিকানা প্রকাশ করেননি ।
পুলিশ আরো জানায়, উদ্ধার হওয়া তাদের কারো কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। অভিযানের সময় ঘর পাহারাদার এক জন পালিয়ে গেছে, তবে একটি প্রায়ভেট কার জব্দ করা হয়েছে। পুলিশ সুপার আজহার আরো বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাদেরকে কুয়ালালামপুর থেকে অস্থায়ী হিসাবে ঐ বাড়িতে রাখা হয়েছিল। অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে তাদের এ বাড়িতে রাখা হয়েছিল। পুলিশ প্রায়ভেট কারের মালিকের ব্যাপারে তদন্ত শুরু করেছে। এদিকে ২৮ জন বিদেশি অভিবাসীদের উদ্ধারের ঘটনায় মানবপাচার চোরাচালান আইনের ২০০৭ এর ৪৪ ধারায় তদন্ত শুরু করেছে সে দেশটির প্রশাসন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.