|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২০
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আরাজী চন্দনচহট (মালীবস্তি) গ্রামে গলায় ফাঁস দিয়ে মজিবর রহমান (৪৮) নামে এক ব্যক্তির আত্মহত্যা করেছে। গতকাল রাতে এ এমন ঘটনা ঘটে,২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ৭ টার দিকে পরিবারের লোকজন মজিবরের আত্মহত্যার খবর জানতে পান, পরে রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত মজিবরের স্ত্রী ছয়মাস আগে সাপ কেটে মারা যায়। এ কারনে মানসিক ভাবে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। তার একমাত্র ছেলেকে শশুড়বাড়ি থাকা বউমাকে আনতে পাঠান। একা থাকা মজিবর সুযোগ বুঝে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। রাণীশংকৈল থানার এসআই আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তিনি মানষিকভাবে অসুস্থ ছিলেন তাই এমন ঘটনা ঘটতে পারে’ বলে মন্তব্য করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.