|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুয়েতে করোনা ও হৃদরোগে দুই বাংলাদেশীর মৃত্যু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২০
মোঃবিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে দেশের সরকার ও স্বাস্থ্য মন্ত্রাণালয়। এ দিকে কুয়েতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যুর হার দিন দিন দীর্ঘ হচ্ছে। বেশির ভাগ প্রবাসী বাংলাদেশীরা হৃদরোগ সহ বিভিন্ন মানসিক চাপে মৃত্যু বরণ করেছে। এমন কি গলায় পাশ দিয়ে আত্নহত্যার মত ঘটনা ঘটছে। গত ২১ জুন দীর্ঘদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুড়িগ্রামের মরহুম শফিক ডাক্তারের ছোট ভাই কুয়েত প্রবাসী শহিদুল ইসলাম ভূইয়া (৫৫) হাসপাতালে চিকিৎসাাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
জানা গেছে শহিদুল ইসলাম ভূইয়া দীর্ঘদিন কুয়েতের সালমিয়া এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছেন। গত২৩ জুন বিকালে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা কুয়েত হাসাবিয়া এলাকার হযরত শাহজালাল (রঃ) নামক হজ্জ কাফেলার পরিচালক বিশিষ্ট ইসলামি চিন্তাবিধ মৌলানা আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাবের আল আহমেদ নামক হাসপাতালে মৃত্যু বরণ করেছেন বলে সাংবাদিক আনোয়ার হোসেন আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন। নিহত মৌলানা আবুল হোসেনের লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে আশা করা যাচ্ছে। তবে করোনা ভাইরাসে মৃত্যু বরণ কারী শহিদুল ইসলাম ভূইয়ার লাশ কুয়েতে দাফন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.