|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করোনা পরিস্থিতিতে সর্বমহলে প্রশংসিত পালাখাল শাখা ব্র্যাকের কার্যক্রম- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া: কোভিড-১৯ করোনা ভাইরাসে প্রার্দুভাবে বিশ^ যখন স্থবির হয়ে পড়েছে জনজীবন যখন বিপর্যস্ত মানুষের সেই বিপদের সময় সেই ক্লান্তি লগ্নে জনগনের পাশে আছে বিশে^র সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক। গত ২২ মার্চ থেকে ব্র্যাক তার মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আদায় কার্যক্রম বন্ধ রেখে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা, সচেতনতা এবং বিভিন্ন সেবামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষকে সচেতন করার জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করেন। বিভিন্ন মসজিদ,মন্দির,বাজার ও রাস্তার মোড়ে স্বাস্থ্যবিধি নিয়ম অনুযায়ী হাত ধোয়ার ব্যবস্থা,ঔষুধ ও মুদির দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার জন্য বৃত্ত অংকন ও বিভিন্ন যানবাহনে জীবানুনাশক স্প্রে ছিটানো এবং কর্মীদের মাধ্যমে ব্র্যাকের সকল গ্রাহকদের মোবাইলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা,স্বাস্থ্য সেবিকাদের মাধ্যমে বাড়ী বাড়ী গিয়ে মানুষকে সচেতন করার কাজ অব্যাহত রেখেছে। আঞ্চলিক ব্যবস্থাপক এএসএম কামরুল হাসানের পরামর্শক্রমে এছাড়াও করোনা সংক্রামণের প্রথম থেকেই মাস্ক, লিফলেট বিতরণ, সামাজিক দূরত্ব মেনেচলার স্বার্থে গুরত্ব¡পূর্ণ বিভিন্ন স্থানে বৃত্ত অংকন, মাইকে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন, মসজিদে, মন্দিরসহ বিভিন্ন স্থানে হাতধোয়ার ব্যবস্থাকরাসহ সার্বক্ষণিক পরামর্শ ও খোঁজ-খবর রেখেছেন পালাখাল শাখা ব্র্যাক কর্মীরা। এদিকে সদস্যদের আর্থিক সংকটের কথা বিবেচনা করে কচুয়া পালাখাল এলাকার বিভিন্ন অফিসে প্রায় সদস্যকে বিকাশে সঞ্চয়কৃত টাকা ফেরত দেওয়া হয়। গ্রামীণ,কৃষি,ক্ষুদ্র ও মাঝারী ব্যবসার অর্থনৈতিক চাকা সজল রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ঋন বিতরণ করা হচ্ছে। ঋন বিতরণ করার সময় সদস্যদের কে ২টি করে সাবান,২টি প্যাকেট টয়লেট ক্লিনিং পাউডার দেওয়া হচ্ছে এবং তা অব্যাহক রয়েছে। ডিপোজিটের লভ্যাংশের টাকা ও মৃত সদস্যার নমিনীকে বীমা সুবিধা বিকাশ ও নগদে প্রদান করা হচ্ছে। তাছাড়া পালাখাল শাখা ব্র্যাকের একাধিক সদস্যরা জানান, করোনা কালীন সময়ে ব্র্যাকের স্যারেরা আমাদের কিস্তির জন্য কোনো প্রকার চাপ দিচ্ছেনা এমন কি এই বিপদে স্যারেরা সব সময় খোজখবর নিচ্ছে। এই দু:সময়ে ঋন পেয়ে এবং বিকাশে সঞ্চয় ফেরত পেয়ে আমরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞ ও আমরা অনেক খুশি। এসময় ব্র্যাক পালাখাল এলাকার ব্যবস্থাপক (দাবি) মো: আশরাফুল ইসলাম,পালাখাল শাখার ব্যবস্থাপক গৌরাঙ্গ চন্দ্র দাস,সহকারী ব্যবস্থাপক জয়দেব সাহা,সহকর্মী রুবেল হোসেন,মনিবুর রহমান,গোলাম মোস্তফা,মোবারক হোসেন,জহিরুল ইসলাম ও খাদিজা আক্তারসহ পালাখাল ব্র্যাক শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.