|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বীর মুক্তিযোদ্ধা সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী’র রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার, ফেনী জেলা উন্নয়ন'র রুপকার ও জেলা আ'লীগের অভিভাবক হিসেবে খ্যাত আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা ছাত্রলীগের আপনজন হিসেবে খ্যাত জালাল উদ্দিন আহমেদ চৌধুরী'র পিতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী'র রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল'র আয়োজন করা হয়। সোমবার (২২ জুন) ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল হাসান আরিফ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা ইমাম হোসেন ও উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রিয়াজউদ্দিন রাজ'র উদ্যোগে বাদ মাগরিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী'র রোগ মুক্তির কামনার্থে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী'র রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা দান করতে মহান রাব্বুল আলামিনের নিকট সকলেই মোনাজাত ধরে প্রার্থনা করেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হানিফ। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, জেলা যুবলীগের সহ-সম্পাদক জহিরুল আলম শিপলু সহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.