|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকা-০৫ আসনে জনমত জরিপের এগিয়ে আছেন রাকিব ভুঁইয়া- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহামারী করোনা দুর্যোগের সময় বাংলাদেশের জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন ও বিশেষ সহযোগিতা প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী উপহার প্রতিটি জনপ্রতিনিধির মাধ্যমে সুষ্ঠুভাবে বিতরণ করে যাচ্ছেন। ঠিক সেই সময়ে করোনা মহামারী দুর্যোগে বিপর্যস্ত ঢাকা-০৫ অাসনের সাধারন মানুষের পাশে দাড়িয়েছেন বিশিষ্ট শিক্ষনুরাগী, দানবীর, তরুন প্রজন্মের অহংকার ও মাতুয়াইল হাজী আঃলতিফ ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃআবদুল রাকিব ভুইয়া( ভুইঁয়া বাবু)। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিন্মবিত্তের জন্য সরকারী সাহায্য ও ব্যক্তি উদ্যোগের বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।করোনায় প্রায় ৫ হাজারের অধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এবং লতিফ ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ে রমজানের সময় শিক্ষার্থী ও বিভিন্ন এলাকা থেকে অাগতদের দেড় হাজার পরিবার কে সহায়তা করেছে।১০৬ বছর যাবত পরিবারের চেইন অফ কমান্ড অনুযায়ী বংশ পরম্পরায় কাজ করছি। সম্প্রতি ঢাকা-০৫ অাসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে উক্ত অাসনটিকে শূন্য ঘোষনা করা হয়েছে।এ অাসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে,মাতুয়াইল হাজী আঃলতিফ ভুঁইয়া বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃআবদুল রাকিব ভুইয়া( ভুইঁয়া বাবু)সহ ডজন খানেক প্রার্থীর নাম।ইতিমধ্যে অন্যান্য প্রার্থীরা ফেসবুকে প্রচার প্রচারণা শুরু করেছে।অন্যান্য প্রার্থীদের তুলনায় জনমত জরিপে এগিয়ে ভুইঁয়া বাবু।শত বছর যাবত তাদের পরিবার শিক্ষায়, মসজিদ, মন্দির,ঈদগাহ সহ বিভিন্ন সামাজিক কাজে দান করে এসেছেন। রাকিব ভুইয়ার বড় দাদা মৃত মোঃফাজিল ভুঁইয়া ১৯১৪ সালে মানুষের কল্যানের স্বার্থে ফাজিল ভুঁইয়া ওয়াকফ এসেস্ট প্রতিষ্ঠা করেন।তার বড় বাবা মৃত মোঃওয়াসিন ভুইয়া তিনি ঢাকা-০৫ আসনের মানুষের পানির চাহিদা পুরনের জন্য বিশাল দীঘি খনন করেন।তার দাদা মৃত হাজী লতিফ ভুঁইয়া যিনি বৃহত্তর ঢাকা তেজগাও সার্কেলের সর্বোত্তম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেন এবং যিনি মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ এর জমি দান করেন,তিনি মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ এর মোতাওয়াল্লী।তার বাবার চাচাতো ভাই সামসুদ্দিন ভুইয়া সেন্টু ঢাকা দক্ষিণ সিটির ৬৫ নং ওয়ার্ডের আ,লীগ থেকে মনোনীত কাউন্সিলর। বিভিন্ন ভাবে এলাকার অনেক বেকার যুবকদের কর্মসংস্থান ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়ালেখার সুযোগ ,শিক্ষা বৃত্তির ব্যবস্থা সৃষ্টি করছেন। উপনির্বাচনে মনোনয়নের ব্যাপারে রাকিব ভুইয়ার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলার রুপকার গনতন্ত্রের মানসকন্যা আওয়ামীলীগের সফল সভানেত্রী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আর্দশ লক্ষ ও উদেশ্য বাস্তবায়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই প্রতিবেদককে আর ও বলেন,ঢাকা-০৫ আসনের জনগণের জন্য নিজস্ব জমিতে ৫ টির অধিক সুপেয় পানির জন্য জমি প্রদান করবো, এক হাজার বা তার অধিক শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য দেশনেত্রীর ইচ্ছা অনুযায়ী নিজস্ব জমিতে আর্ন্তজাতিক মানসম্মত শেখ রাসলে ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নির্মান করন।মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠকে প্রশস্ত করে বঙ্গবন্ধু মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ নামকরন।ঢাকা-০৫ আসনে একটি মিনি স্টেডিয়াম নিমার্ন ।বঙ্গবন্ধু ফজিলাতুনন্নেসা বৃদ্ধাশ্রম নামকরন করে নিজস্ব জমিতে প্রতিষ্ঠান নির্মান করন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.