|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিশ্ব বাবা দিবস সেদিনি স্বার্থক হবে, যেদিন কোন বৃদ্ধাশ্রম থাকবেনা; সাংবাদিক ইলিয়াস আলী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২০
নিউজ ডেস্কঃ আজ বিশ্ব বাবা দিবস ৷ সারা বিশ্বের জুন মাসের তৃতীয় সপ্তাহের রবিবার এই দিবসটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ৷ কিন্তু করোনা ভাইরাসের কারণে এইবার দিবসটি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ ৷ আমাদের প্রতিনিধি, মুক্ত বাংলা টিভির মার্কেটিং ম্যানেজার ও বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক ইলিয়াস আলী বলেন, বাবা দিবস সেদিনি স্বার্থক হবে যেদিন কোন বৃদ্ধাশ্রম থাকবেনা, থাকতে হবেনা বাবা মাকে বৃদ্ধাশ্রমে, কোন সন্তানের কাছে বাবা-মা নির্যাতনের শিকার হবেনা৷ তিনি আরও বলেন, বাবা দিবসে এটাই হোক চাওয়া, পৃথিবীর সকল বাবা-মা যেন মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের কাছেই ঠাই হয় ৷ সৃষ্টিকর্তা যেন সকল বাবা-মা'কে সুখে শান্তিতে রাখে ৷ তিনি নিজের সম্পর্কে বলেন, বাবা দেখতে কেমন ছিল তাও ভাল করে মনে নেই ৷ বাবার এখন ছবিও নেই ৷ একটা যদিও ছিল, বাবার ছবি দেখে কাঁদতাম আমরা সবাই তার জন্য যে কে নিয়ে গেছে আর ফিরিয়ে দেয়নি কেউ ৷ তবে তোমায় খুব মনে পড়ে বাবা ৷ বাবার ভালবাসা,আদর,শাসন কি তা বুঝতে শেখার আগেই বাবা না ফেরার দেশে চলে গেছেন ৷ যার বাবা নেই সেই বুঝে বাবা হারানোর কষ্ট টা কি ৷ আল্লাহ্ আপনাকে জান্নাতবাসী করুন বাবা ৷ তবে মায়ের ভালবাসা, আদর, শাসন সবকিছুই পেয়েছি ৷ যদি কখনও রাগ করেছে তবে না খেয়ে থাকলে মাও না খেয়ে থেকেছে যতক্ষন না খেয়েছি আমি ততক্ষন ৷ তাই আমার কাছে বাবা-মা দিবস প্রতিদিন ৷ সবার প্রতি অনুরোধ কোন বাবা-মা'র স্থান যেন বৃদ্ধাশ্রমে না হয় ৷ যে সন্তান তার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখে তাদের বুঝ দান কর আল্লাহ্ ৷ সবাই বাবা-মাকে ভালবাসুন শ্রদ্ধা করুন,কারণ একদিন আপনিও বাবা-মা বা শশুর-শাশুরী হবেন ৷ তোমায় ভালবাসি বাবা ও মা ৷
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.