|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে করোনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার মৃত্যু -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২০
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির (৫৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন।
শ্রীনগর উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর কেএম তামজিদ আহমেদ জানান, হুমায়ূন কবির গত ৩ জুন নিজ কার্যালয়ে পেনশনভোগীদের সাথে কাজ করেন। রাতে উপজেলা ডাকবাংলোতে অবস্থান করে অসুস্থ্য হয়ে পরেন। পরদিন তিনি দায়িত্ব অর্পণ করে ঢাকার দনিয়ার বাসায় চলে যান। সেখানে তার করোনা ধরা পরে। শুক্রবার রাতে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার ২ মেয়ে ও ১ জামাতা চিকিৎসক।
শ্রীনগর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ূন কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারে সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.