|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পটিয়ার দক্ষিণভূর্ষি ইউনিয়নে বাগীশিকের পক্ষ হতে খাদ্যসামগ্রী বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২০
যীশু সেন, চট্টগ্রাম প্রতিনিধি ঃ
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের উদ্যোগে এবং পটিয়া উপজেলা সংসদের ব্যবস্থাপনায় অদ্য ১৯ জুন ২০২০ শুক্রবার ১৩ নং দক্ষিণভূর্ষি ইউনিয়নের দক্ষিণভূর্ষি, কেচিয়াপাড়া এবং ডেঙ্গাপাড়া গ্রামের ৯০টি পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মহামারী করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত হত-দরিদ্র, অস্বচ্ছল ও বিভিন্ন গীতা স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীর কর্মহীন অভিভাবকদের মাঝে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন বাগীশিক-চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা সংসদের নেতৃবৃন্দ।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাগীশিক-চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, ১৩ নং দক্ষিণভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী, বাগীশিক-চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শিক্ষক সব্যসাচী দেব টিপু, সহ-প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিক দে, নির্বাহী সদস্য বিদ্যুৎ দে, বাগীশিক-পটিয়া উপজেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী, করণ পুরী মহারাজ, বিশিষ্ট সমাজসেবক শম্ভু সেন, সুধীর সেন জুলু, শিক্ষক শুভাশীষ দে বাবলা, কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রূপন দে, দক্ষিণভূর্ষি শ্রীশ্রী নারায়ণ বাড়ি পরিচালনা সংসদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দে, বর্তমান সাধারণ সম্পাদক রানা সিংহ, অমর দে, কনক চক্রবর্ত্তী পলাশ, সঞ্জয় চক্রবর্ত্তী, বাগীশিক-দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন সংসদের উপদেষ্টা বাবুল দে, সভাপতি পিকুল দে, সাধারণ সম্পাদক শ্রাবন দে, ছাত্রকল্যাণ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তন্ময় দে সনেট, সহ-সভাপতি অন্তু দে, সাধারণ সম্পাদক রাসেল কান্তি দে, কেচিয়াপাড়া কল্লোল সাংস্কৃতিক সংঘের সভাপতি কিশোর কুমার দে, সাধারণ সম্পাদক রাব্বি সেন, সমাজসেবক লিটন দে, ধর্মেন্দ্র দে, পল্লব দে প্রমুখ।
এই সময় বাগীশিক-চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে বলেন, বাগীশিক বর্তমান সময়ের একটি আলোকিত ও নন্দিত সংগঠন। দুঃসময়ে ও সংকটে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর মত মহৎ ও মানবিক কাজ আর হতে পারে না। মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) আক্রমনের শুরু থেকেই বাগীশিক সারা বাংলাদেশে মানবতার সেবায় যেভাবে কাজ করছে, তা প্রশংসার দাবীদার। তারই ধারাবাহিকতায় বাগীশিক-চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ তার সামর্থ্য অনুযায়ী দক্ষিণ চট্টগ্রামের আটটি উপজেলায় ধারাবাহিক খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে। তিনি মানবতার এই চরম সংকটে সমাজের বিত্তবান লোকদের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.