|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে বাজারে শরীরের তাপমাত্রা পরীক্ষা করলেন ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২০
মোঃ মাসুদ রানা,কচুয়া: করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নে ইনফ্রারেড থার্মোমিটার মেশিন দিয়ে জ্বর ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন নিজেই গতকাল শনিবার পালাখাল বাজারের প্রতিটি দোকান,যানবাহন চালক,যাত্রী ও বাজারমূখী ক্রেতা বিক্রেতার শরীরের তাপমাত্রা নির্নয় করেন। চেয়ারম্যানের এমন সরকারি নিদের্শনা পালনে বেজায় খুশি এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ বলেন, সরকারি নির্দেশনা মতো করোনা ভাইরাসের ফলে মানুষের স্বাস্থ্যবিধির তাপমাত্রা নির্ণয় করতে বলা হলে ব্যক্তিগত অর্থায়নে ইনফ্রারেড ৩টি থার্মোমিটার মেশিন ক্রয় করি। এরপর পালাখাল বাজারের বিভিন্ন প্রবেশদ্বারে মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়। তবে করোনা ভাইরাস প্রতিরোধ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: শামীম আহমেদ ও গ্রাম পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.