|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে মনোনীত হলেন আলাউদ্দিন সোহাগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় প্রধান শিক্ষক পদে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন সোহাগ। গতকাল শনিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষায় মোট ১০জন প্রার্থী অংশগ্রহন করেন। এতে তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন সোহাগ লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম হিসেবে মনোনীত হয়। পরে দায়িত্বপ্রাপ্ত ডিজির প্রতিনিধিগণ ফলাফল ঘোষনা করেন। এসময় জেলা শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দিন পাটওয়ারী , ডিজির প্রতিনিধি, চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন,সাচার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: মনির হোসেন,সদস্য আব্দুল খালেক তালুকদার ও বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষন চন্দ্র দাস ওই বোর্ডে দায়িত্ব পালন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মাহবুব আলম,বিদ্যালয়ের দাতা সদস্য মিন্নত আলী তালুকদার মিনু,সংরক্ষিত মহিলা সদস্য কাজল রেখা,হাসিনা আক্তার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান,সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.