|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
অবশেষে ফায়ার সার্ভিস কর্মকর্তার আত্নসাৎকৃত টাকা ফেরত প্রধান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২০
নিজস্ব প্রতিবেদক,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোনার বর্তমান উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ মোঃ ছায়দুল্লাহ মাসিক চিনি ও স্বাধীনতা দিবসের পোলাও এর চাল ক্রয়ের নামে স্বাক্ষর জালিয়াতি করে পিএল একাউন্টের ৪ লাখ ১৩ হাজার টাকা 'অসদাচরণ' ও 'দূর্নীতির' মাধ্যমে আত্নসাৎ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় আত্নসাৎ কৃত টাকার অর্ধেক ২ লাখ ৬ হাজার ৫ শত টাকা ৩০ কার্য দিবসের মধ্যে সরকারি কোষাগারে প্রদান করার জন্য ১/৬/২০২০ ইং তারিখে বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, মহা- পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বাক্ষরিত এ নির্দেশ প্রদান করেন।
স্বারক নং-৫৮.০৩.০০০০.০১২.২৭.০৬৮.১৭-১২১/১(৬)
আবু আব্দুল্লাহ মোঃ ছায়দুল্লাহ (পিএল ৬০৩১) উপ সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোনা, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জামালপুর হিসেবে কর্মরত থাকাকালে পিএল একাউন্টের ৪ লাখ ১৩ হাজার টাকা আত্নসাৎ এর অভিযোগে আবু আব্দুল্লাহ মোঃছায়দুল্লাহর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ মোতাবেক অধিদপ্তরের ২৯/১১/২০১৮ তারিখের
৫৮.০৩.০০০০.০১২.২৭.০৬৮.১৭-৩০ (১৮)৩৫৬ স্বারকমূলে বিভাগীয় মামলা রুজু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.