|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া লকডাউন পরিস্থিতি কঠোরভাবে মনিটরিং করছে উপজেলা প্রসাশন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ প্রানঘাতি করোনা ভাইরাসের কারনে ছাগলনাইয়া পৌরসভায় দিন দিন আক্রান্তের হার বৃদ্ধি পাওয়াতে উপজেলা ও পৌর প্রসাশন'র ঘোষিত লকডাউন তার আজ পঞ্চম দিন। এই ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে সার্বক্ষনিক মাঠে কাজ করছে উপজেলা প্রসাশন। প্রতিদিনের মত মঙ্গলবার (১৬ জুন) ছাগলনাইয়া পৌরসভায় কঠোর মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। মনিটরিং চলাকালীন লকডাউনের আওয়াতাধীন পূর্ব ছাগলনাইয়া নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের কঠোরভাবে মনিটরিং পরিচালনা করেন, এসময় সরকারী আইন ভঙ্গঁ করে দোকান খোলা রাখার দায়ে, মাস্ক না পরায় চার জন ব্যাক্তিকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে চেকপয়েন্টে সেচ্ছাসেবকদের উদ্দ্যেশে বলেন, কোন ধরনের সাধারণ জনগনের উপর বিরুপ মন্তব্য থেকে দুরে থাকতে হবে পাশাপাশি দায়িত্ব পালনে আরো বেশি সচেতন থাকতে হবে। তিনি সকলের উদ্দ্যেশে আরো বলেন, আপনারা বিনা প্রয়োজনে বের হবেন না, মুখে মাস্ক ব্যবহার ছাড়া কেউ বাহিরে আসতে পারবেন না, যদি আসেন তাদেরকে জরিমানা সহ আইনের নিকট সোর্পদ করা হবে। লকডাউন বাস্তবায়ন করতে যা কিছু করার প্রয়োজন উপজেলা প্রসাশন তা করতে প্রস্তুত। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.