|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লেবাননে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২০
লেবাননে সড়ক দুর্ঘটনায় ফয়সাল মিয়া ও সেলিম হোসেন নামে প্রবাসী বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ৯ জুন রাত ১০টার দিকে খালদে হয়ে মোটরসাইকেল চালিয়ে সাবরা আসার পথে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দরের পাশে মহাসড়কে বোরুজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বর গ্রামের মফিজুর রহমানের ছেলে ফয়সাল মিয়া ও সেলিম হোসেন। জানা যায়, ফয়সাল ও সেলিম মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তাদের মোটরসাইকেল বোরুজের মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই ফয়সাল মিয়ার মৃত্যু ঘটে। স্থানীয়রা লেবানন রেডক্রস ও পুলিশকে খবর দিলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া নেয়ার কয়েক ঘণ্টা পর সেলিম হোসেনও মৃত্যুবরণ করেন। তাদের নিকটাত্মীয় আব্দুল কাদের জানান, ছোট ভাই ফয়সাল মিয়াকে কাজে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে শৈফাত থেকে মোটরসাইকেল চালিয়ে বড়ভাই সেলিম সাবরা যাচ্ছিলেন। দুই ভাইয়ের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাদের এমন অকাল মৃত্যুর খবর শুনে দেশে ও প্রবাসের পরিচিত মহলের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.