|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে লাইট হাউস’র উদ্দ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন সিভিল সার্জন কুদ্দুছ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২০
মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর ব্যুরো প্রধান, দৈনিক বাংলার অধিকার : করোনা মহামারীর প্রভাব মোকাবেলার অংশ হিসেবে আইসিডিডি আর,বি এবং জার্মান ডক্টরস এর আর্থিক সহযোগিতায় দিনাজপুর শহরের ৪৫জন দরিদ্র ও কর্মহীন হিজড়া ও এম. এস ডব্লিউদের মাঝে খাদ্যে সামগ্রী বিতরণ করা হয়। ১৩, জুন ২০২০ শনিবার দিনাজপুরে লাইট হাউস ফকিরপাড়াস্থ কার্যালয়ে দরিদ্র্য, অসহায়, কর্মহীন হিজড়া ও এম. এস ডব্লিউদের মাঝে খাদ্যে সামগ্রী বিতরণ করেন সিভিল সার্জন ডাঃ আব্দুস কুদ্দুছ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোৎনা, লাইট হাউসের টিম লিডার মোঃ সালাহ উদ্দিন, জেলা সমাজ সেবা অফিসার (রেজিঃ) মোছাঃ হাবিবা আক্তার, অনুঘটক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, দিনাজপুর লাইট হাউসের ম্যানেজার ঝুনু আক্তার। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর লাইট হাউসের ডিআইসি ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন-লাইট হাউস বাংলাদেশের গ্রামীন ও শহরের দরিদ্র্য, প্রান্তিক ও উচ্চ ঝুকিপূর্ণ জনগোষ্ঠির নারী ও পুরুষ যৌন কর্মী, হিজড়া, সংখ্যালঘু এবং আদিবাসী সহ অনান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাজ করে আসছে। বর্তমানে সারা বিশ্বের মত বাংলাদেশও করোনা মহামারী মোকাবেলা করছে। কর্মহীন হিজড়া ও এম.এস ডব্লিউ ৪৫ জনের মাঝে প্রতি জনকে চাল-১২কেজি, আলু-৪কেজি, মশুর ডাল-২কেজি, সোয়াবিন তেল-২ লিটার, লবণ-২কেজি, পিঁয়াজ-২কেজি, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.