|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহী নগরীর ৪জন স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২০
আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবেক ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮জনের নমুনায় করোনা ধরা পড়ে। আর এই ৮জনের মধ্যে ৪জনই স্বাস্থ্যকর্মী এবং রাজশাহী নগরীর বাসিন্দা। আক্রান্তরা হলেন, জেসমিন (২৮), নওগাঁ জেলার বিপুল (৬৪) , তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । জেলা পুলিশ হাসপাতালের আয়া কাজল (৩৮), নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের সেলিনা আক্তার (৪৪), একই এলাকার আলিফ লাম মিম (৪২), সিটি কর্পোরেশনের রিসিপশনিস্ট আয়েশা আক্তার (২৬), নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সিটি কর্পোরেশনের মশক বিভাগের পরিদর্শক সানাউল্লাহ (৬০) এবং বাগমারা উপজেলার আকলিমা (৪০)। আক্রান্তদের ৭জনই রাজশাহী জেলার। এদের মধ্যে জেসমিন (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে (২৯ ও ৩০ নং) কর্মরত আছেন। তার পরিবার নগরীর একটি এলাকায় ভাড়া থাকেন। তবে করোনা ওয়ার্ডে দায়িত্ব পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ জেসমিনের মতো সকল নার্স ও চিকিৎসকদের পৃথক ভাবে থাকার ব্যবস্থা করে রেখেছে শুরু থেকেই। কাজল (৩৮) কাজ করেন রাজশাহী জেলা পুলিশের হাসপাতালে। তিনি সেখানে নার্স হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি ওই হাসপাতালে করোনা আক্রান্ত শিক্ষানবিশ দুই জন এসপিসহ একজন ঢাকা ফেরত পুলিশের একজন নারী কন্সটেবলের চিকিৎসা দেয়া হয়েছে। তখন থেকেই কাজল ওই হাসপাতালে কর্মরত। তিনিও নগরীতেই পরিবার নিয়ে বসবাস করেন। সেলিনা আক্তার (৪৪) কাজ করেন নগরীর একটি স্বাস্থ্য কেন্দ্রে। প্রতিষ্ঠানটি রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত। দায়িত্ব অনুসারে সেলিনা আক্তার নগরীর বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মাসহ অন্যান্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে থাকেন। পরিবার নিয়ে বসবার করেন নগরীতেই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের রিসিপশনিস্ট আয়েশা আক্তার (২৬)। তিনি সিটি কর্পোরেশনের নিচ তলায় অবস্থিত রিসিপশনে কর্মরত। থাকেন নগরীতে। আক্রান্তদের প্রত্যেকের সাথে কথা বলে জানা যায়, তারা বৃহস্পতিবার পর্যন্ত নিজ নিজ কর্ম ক্ষেত্রে কাজ করেছেন এবং এলাকায় ও বাজারেও গেছেন। সংস্পর্শে এসছেন সহকর্মীসহ পরিবারের সকলের।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.