|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বালিয়াডাঙ্গীতে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০ জন ভিক্ষুকের মাঝে গাভী বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২০
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “ভিক্ষা নয় কর্ম করি,সম্মানের সাথে জীবন গড়ি”এই স্লোগানকে সামনে রেখে”ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির” আওতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলায় প্রধান মন্ত্রীর তহবিল থেকে ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ করা হয়। শনিবার ১৩ই জুন সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বালিয়াডাংগী এর উদ্দ্যোগে বালিয়াডাংগী উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে প্রধান মন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত আড়াই লাখ টাকা দিয়ে ১০ জন ভিক্ষুকের মাঝে গাভী বিতরণ করেন বালিয়াডাংগী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন। এ সময় বালিয়াডাংগী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার ,উপজেলা কৃষি কর্মকর্তা সহ বালিয়াডাংগী উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.