|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক লিটন ধর গুপ্ত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২০
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, নেত্রকোনা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভি’র জেলা প্রতিনিধি লিটন ধর গুপ্ত আজ শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স ৫২ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান, জেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান , জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, নেত্রকোণা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার, ভোরের কাগজ ও দেশ টিভি'র নেত্রকোণা জেলা প্রতিনিধি,এবং শিল্পী লিটন ধর গুপ্ত’র মৃত্যুতে দৈনিক বাংলার অধিকারের গভীর শোক প্রকাশ। মহান সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেধনা জ্ঞাপন করেন। তার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.