|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ১৪ দিন লকডাউনে পৌরবাসির প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন পৌর মেয়র এম. মোস্তফা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্ব মহামারি করোনা ভাইরাসে নিয়ে যাচ্ছে হাজার হাজার মানবজাতির প্রান। করোনা ভাইরাসে আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাওয়াতে সংশ্লিষ্ট সকল প্রসাশন'র উদ্দ্যোগে ছাগলনাইয়া পৌরসভাকে রেড জোন হিসেবে চিহৃিত করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রসাশন ছাগলনাইয়া পৌরসভাকে গত শুক্রবার (১২ জুন) ভোর থেকে ৬ টায় থেকে ১৪ দিন অথ্যাৎ বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত লকডাউনের ঘোষনা করা হয়। তাই ছাগলনাইয়া পৌর মেয়র এম. মোস্তফা পৌরবাসির উদ্দ্যেশে অনুরোধ জানিয়ে বলেন, ছাগলনাইয়া পৌরসভায় লকডাউন চলাকালীন শুধু মুদি দোকান সপ্তাহে রবি ও বুধবার খোলার রাখার সিদ্ধান্ত গৃহীত হয় অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ ঐ দুইদিন অতি উৎসাহিত হবেন না। বিনা প্রয়োজনে বাজারে এসে ভিড় জমাবেন না। নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিবার থেকে একজন এসে কেনাকাটা করবেন। অতি প্রয়োজন না হলে বাজারে আসবেন না। যেহেতু ছাগলনাইয়া পৌরসভাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেহেতু অকারণে বাড়ি থেকে বের হলে প্রশাসনের নিকট কঠিন জবাবদিহি করতে হবে। কোন ধরনের যানবাহন চলবে না, জননিরাপত্তার জন্য প্রশাসন কঠোর অবস্থানে থাকবেন। পৌর মেয়র আরো বলেন, ১৪দিন লকডাউন চলাকালীন আপনারা একটু কষ্ট করে ঘরে থাকুন সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই কঠিন আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি মহান আল্লাহর কাছে দোয়া করুন।কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। এতে নিজেকে, আপনজন ও সমাজের অন্যদের নিরাপদ রাখার স্বার্থেই লকডাউন মেনে চলার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে হেফাজত করুন. আমীন। অনুরোধক্রমে এম. মোস্তফা (মেয়র) ছাগলনাইয়া পৌরসভা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.