|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া উপজেলাবাসিকে ১৪ দিন নিজেকে হেফাজত রাখার আহব্বান জানিয়েছেন- সোহেল চৌধুরী – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জুন, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া পৌরসভাধীন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত দিন দিন বৃদ্ধি হওয়ার কারনে প্রসাশন কর্তৃক ১৪ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার (১২ জুন) ভোর ৬ টায় থেকে লকডাউনের কার্যক্রম কঠোরভাবে পরিচালনায় করেন ছাগলনাইয়া থানা পুলিশ প্রসাশন। করোনাভাইরাসের সংক্রমণ থেকে ছাগলনাইয়া পৌরসভার মানুষকে রক্ষা করতে ১৪ দিন ঘরে থাকার আহব্বান জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। শুক্রবার (১২ জুন) বিকেলে পৌর শহরের জিরো পয়েন্টে এ আহব্বান জানান। উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, প্রিয় ছাগলনাইয়াবাসী আমি উপজেলা চেয়ারম্যান নয় আপনাদের সন্তান হিসেবে মিনতি করে বলছি ১৪ দিন আপনারা ঘর থেকে বের হবেন না। উপজেলার সাড়ে তিন লক্ষ মানুষকে বাঁচাতে আমাদেরকে ঘরে থাকতে হবে। বিনা কারনে ঘরের বাইরে যাবেন না। ভয় করবেন না, আতঙ্কিত হবেন না। সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলুন। চেয়ারম্যান সোহেল চৌধুরী আরো বলেন, মহান রাব্বুল আলামিন আল্লাহ্ পাক্ এর কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদের হেফাজত না করলে আমাদের কেউ রক্ষা করতে পারবেনা। তিনি আরো বলেন, আজ আমাদের উপজেলায় ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আপনারা ইউএনও, এসিল্যান্ড, ওসি এবং ডা. শিহাব সাহেব'র জন্য দোয়া করবেন। তারা করোনা যোদ্ধা হয়ে আপনাদের সেবায় রাতদিন কাজ করে যাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধু ছাগলনাইয়া পৌরসভা নয়, পুরো উপজেলাবাসির নিকট আহব্বান করব আপনারা এই ১৪ দিনের লকডাউন মনেপ্রাণে গ্রহন করুন। যে যেখানে থাকুন নিজ নিজ হেফাজতে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ১৪ দিনের লকডাউন পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে পরিচালনা করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.