|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাসিমের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২০
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে টানা আট দিন লাইফ সাপোর্টে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন তিনি।
এ অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া গণমধ্যিমকে বলেন, ‘উনার অবস্থা এখনো সংকটাপন্ন, অবস্থার তেমন উন্নতি হয়নি, বরং অবনতির দিকে।’
এদিকে উন্নত চিকিৎসার জন্য পরিবার মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নিতে চাইলেও তাঁর বর্তমান শারীরিক অবস্থায় সেটা সম্ভব নয় বলে মেডিকেল বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন।
ওই চিকিৎসক আজ শুক্রবার দুপুরে বলেন, ‘উনার অবস্থা সংকটাপন্ন, আগের চেয়ে খারাপের দিকে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম নয় দিন ধরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন।
জ্বর ও কাশির মতো উপসর্গ নিয়ে গত ১ জুন ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় মোহাম্মদ নাসিমের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
হাসপাতালে থাকা অবস্থায় গত ৫ জুন সকালে তাঁর ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। নাসিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
এরপর দুই দফা তাঁর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এলেও লাইফ সাপোর্ট থেকে আর তাঁকে বের করা সম্ভব হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.