|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এবার তিন সন্তানের জননীর পলায়ন, দুই সন্তানের জনক প্রেমিকের হাত ধরে!- দৈনিক বাংলার অধিকা
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২০
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন খবরের রেশ কাটতে না কাটতেই এবার জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি গ্রামের ইউনুস ফকিরের ছেলে রসুলপুর বাজারের চা বিক্রেতা শাহিন ফকিরের স্ত্রী ৩ সন্তানের জননী বৃহস্পতিবার বিকালে পাঁশের সালথা উপজেলার রাহুত পাড়া গ্রামের সমশের মাতুব্বর এর ছেলে ২ সন্তানের জনক সেলিম মাতুব্বর এর সাথে পালিয়ে গেছে বলে শাহিন ফকির গণমাধ্যকে জানান।
এলাকাবাসি জানায়, শাহিন তার ব্যবসায়িক কাজে দোকানে ছিলেন। এই সুযোগে তার বউ সন্তানদের কাছে লন্ডিতে কাপড় ইস্ত্রি করার কথা বলে সেলিমের হাত ধরে পালিয়ে যায়। ৩টি শিশু বাচ্চা রেখে বিবাহিত দুই সন্তানের জনক এর সাথে পালিয়ে যাওয়ায় এলাকার লোকে মুখে মুখে শুধু আলোচনা।
লোকে বলে কেমন মা ৩ টি সন্তান মায়ের অধিকার থেকে বঞ্চিত করল সে মা নয়, মা নামে কলংক। চা বিক্রেতা ৩সন্তানের জনক শাহিন ফকির বলেন, আমার ৩টি শিশু বাচ্চা রেখে এবং ঘর দেয়ার জন্য গচ্ছিত সাড়ে ৫ লাখ টাকা, ২ ভরি সোনা নিয়ে সেলিমের সাথে পালিয়ে যায় ও ব্র্যাকে বউ এর নামে ১ লাখ ৫০ হাজার টাকা রাখা আছে। বউ অন্যের সাথে চলে গেছে তা নিয়ে ভাবছি না আমার সন্তানরা মায়ের অধিকার থেকে বঞ্চিত হলো। তারা কাকে মা ডাকবে। ৩টি সন্তান নিয়ে শাহিন ফকির এখন অসহায় হয়ে পড়েছে।
জানা যায়, সেলিম মাতুব্বর রসুলপুর বাজারে বেকারী চালিয়ে আসছে। প্রায় ২০ বছর আগে নগরকান্দা উপজেলা সদর থেকে এক হিন্দু সম্প্রদায়ের মেয়েকে প্রেম করে বিয়ে করে ঘর সংসার করে আসছে। সেলিম মাতুব্বর এর ২টি সন্তান থাকা সত্ত্বেও চা বিক্রেতার বউকে নিয়ে এলাকা থেকে পালিয়ে যাওয়ায় এলাকার মানুষের মাঝে নানা গুঞ্জন দেখা দিয়েছে। সেলিম মাতুব্বর কে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.