|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ইউ পি চেয়ারম্যানের মৃত্যুতে ইউনিয়ন বাসী ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের শোক প্রকাশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২০
মোঃইব্রাহিম খলিল পন্ডিত, দৈনিক বাংলার অধিকার। চাঁদপুরের শাহরাস্তি মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান করোনা উপসর্গে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টায় তিনি নিজ বাড়িতে মৃত্যুবারণ করেন (ইন্নালিল্লাহে—রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যা সহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৩ বারের ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু হৃদরোগে ভুগছিলেন। গত ৪/৬দিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। মঙ্গলবার তিনি চিকিৎসকের শরণাপন্ন হোন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা টাইফয়েডের লক্ষণ দেখা দেয়। সেই সাথে করোনা উপসর্গ থাকায় টেস্টের জন্য নমুনা প্রদানের পরামর্শ দেয়া হয়। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অচিন্ত রায় জানান, ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সফি আহমেদ মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ ও জনপ্রিয় সামাজিক সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশন পরিবার সদস্য বৃন্দু। এক শোকবার্তায় মানব উন্নয়ন ফাউন্ডেশন পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.