|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজীর আমিরাবাদে কামরুল মাস্টার বাড়ী লকডাউন করলেন- জহির চেয়ারম্যান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২০
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী ((ফেনী): সোনাগাজী উপজেলার ৮নং আমিরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সোনাপুর গ্রামের কামরুল মাষ্টার বাড়ীর দেলোয়ার হোসেন ফরহাদ নামে একজন করোনায় আক্রান্ত হয়। জানা যায় ফরহাদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় অগ্রনী ব্যাংকে অানসার সদস্য হিসেবে নিরাপত্তা কর্মী হিসেবে চাকুরীরত ছিল। গত ৩দিন আগে করোনার উপসর্গ নিয়ে শারীরিক অসুস্থতাবোধ করলে, কুমিল্লায় করোনা ভাইরাসের টেস্ট করেন। তারপর সে তার গ্রামের বাড়ী ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাপুরে চলে আসেন। গতকাল রাতে (১০ই জুন) সোনাপুর বাদামতলী বাড়ীতে থাকা অবস্থায় সে মোবাইল কলের মাধ্যমে জানতে পারে তার করোনা পজিটিভ। বিষয়টি জানার পর নিশ্চিত হওয়ার জন্য আমিরাবাদ ইউপি সদস্য গেদুমিয়া ভূঁইয়া আক্রান্ত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেন ও ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরকে বিষয়টি নিশ্চিত বলে জানান। চেয়ারম্যান জহিরুল আলম জহির উপজেলা নির্বাহী অফিসার অজিদ দেবের সাথে পরামর্শক্রমে বাড়ীটি লকডাউন করেন ও তাদেরকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেন। লকডাউন করা পরিবারকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। লকডাউন ও খাদ্য সামগ্রী প্রদান করার সময় আরো উপস্থিত ছিলেন- আমিরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব গেদুমিয়া ভুঞা, হাজী রহিম উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন খন্দকার, মোবারক হোসেন বাবু প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.