"সন্তানের আর্তনাদ"
বেবী তারা
আমি উন্মাদ, আমি পাগল
আমি কান্নায় জর্জরিত
শুধু তোমার জন্য।
বড্ড মনে পরে তোমায় বাবা
তুমি যদি থাকতে আজ
আমাদের এই ছোট ঘরে।
তোমার কোলে হয়েছি বড়
শিখেছি হাটা চলা,
তুমি আমার বিশ্ব ভূবণ
তুমি শিল্প কলা।
বাবা তোমায় মনে পড়ে
সকাল সন্ধ্যা, রাত্রি
তুমি ছাড়া আমি যেন
অন্ধকার পথের যাত্রী।
আজ তুমি নেই তবুও মনে হয়
রয়েছ যে আমার খুব কাছাকাছি।
তোমার ছবি বুকে নিয়ে
কাটাই যে আমি বহু রাত্রি।
কেন বাবা তুমি চলে গেলে
আমায় একা ফেলে।
তুমি তো জানতে বাবা
তুমি ছিলে স্বপ্ন আমার
আলোর পথ যাত্রী।