|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করোনার কারণে অনলাইনে বিষয়ভিত্তিক ক্লাস নেবে পালাখাল উচ্চ বিদ্যালয়- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ জুন, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি: করোনা ভাইরাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারণে এখন থেকে বিষয়ভিত্তিক অনলাইনে ক্লাস নেবে পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীদের পড়লেখায় যেন ক্ষতি না হয় সেজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীরা বাসায় থেকেও ক্লাস করতে পারবে। ফলে তাদের একাডেমিক কার্যক্রম সচল থাকবে। তারা পিছিয়ে পড়বে না। করোনা ভাইরাস মানুষের সংস্পর্শে আসলে ছড়িয়ে যায়। সেজন্য অনেক শিক্ষার্থী ক্লাসে আসতে ভয় পান। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ওই বিদ্যালয়ের শিক্ষকরা অনলাইন ক্লাসের কার্যক্রম শুরুর প্রস্ততি নেয়া হয়েছে। যেহেতু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তাই এখন থেকে অনলাইনেই ক্লাস নিবে বলে জানান ওই বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ। এছাড়া বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদ উল্যাহ পাটওয়ারী,সহকারী শিক্ষক কামাল হোসেন,সুজন চৌধুরীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.