সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারনে দিন দিন বেড়েই চলছে আক্রান্তদের হার। এই আক্রান্ত হারকে কমিয়ে আনতে প্রসাশন'র যৌথ ভাবে সর্বসম্মতিক্রমে ১৪ দিনের লকডাউন ঘোষনা করা হয়। যেভাবেই হোক ছাগলনাইয়া বাসিকে বাঁচাতে এই লকডাউন বাস্তবায়ন করতেই হবে। ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল'র ছাগলনাইয়া বাসির জন্য একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি লিখেছেন তা নিম্মে হুবহু তুলে ধরা হয়েছে।
প্রানপ্রিয় ছাগলনাইয়া উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম ।
আশা করি, আল্লাহর মেহেরবাণীতে এখনো সুস্থ রয়েছেন । আমিও প্রত্যাশা করি-ছাগলনাইয়া উপজেলার প্রতিটি নাগরিক সুস্থ ও নিরাপদে থাকুন ।
সচেতন উপজেলাবাসী, আপনারা ইতোমধ্যে জেনেছেন,বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমের ছোবলে গোটা পৃথিবীর মানুষ ভয়ে তটস্থ। বিপর্যয় নেমে এসেছে পৃথিবীর প্রতিটি জনপদে।
বাদ পড়েনি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।প্রতিদিন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে ।ছাগলনাইয়া উপজেলা সদর থেকে পাড়া-মহল্লা পর্যন্ত ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তার। এই ভয়াবহ বিস্তারের এখনই লাগাম টেনে ধরতে না পারলে, ভবিষ্যতে আমাদের জন্য আরো ব্যাপক ভয়াবহ সময় অপেক্ষা করছে তা বুঝা কঠিন নয় ।
জাতীয়ভাবে ফেনী জেলাকে করোনা সংক্রমন রেডজোন হিসেবে চিহিৃত করা হয়েছে ।
ফেনী জেলা প্রশাসন ও ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের আলোকে রেডজোন হিসেবে চিহিৃত ছাগলনাইয়া পৌর এলাকাকে আগামী ১২জুন, ২০২০ রোজ শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউনে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্মানিত উপজেলাবাসী, ইতোপূর্বে জাতীয়ভাবে দেশে দুই মাসের অধিক সময় ধরে দেশে লকডাউন চললেও আমাদের ছাগলনাইয়াসহ ফেনীর মানুষ বিভিন্ন কারণে-অকারণে সরকারি বিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পারিনি । আমাদের অবহেলা ও অসচেতনতার ফলশ্রুতিতে আজ ছাগলনাইয়া উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়েছে । এভাবে ছড়ানো অব্যাহত থাকলে, অল্প কিছু দিনের মধ্যেই আমাদের নিরাপদে বেঁচে থাকা অত্যান্ত ঝুকিঁপূর্ণ ও বিপদজনক হয়ে উঠতে পারে। জীবন ও জীবিকা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকতে হয় । আমাদের জীবন যদি না থাকে-তাহলে জীবিকা দিয়ে কি হবে ? তাই-বেঁচে থাকার তাগিদে ঘোষিত লকডাউন সকল শ্রেণি-পেশার মানুষকে মেনে চলার বীনিত অনুরোধ করছি। নিজে ঘরে থাকুন, অন্যকে ঘরে থাকতে উৎসাহিত করুন। নিজে সুস্থ থাকতে এবং অপরকে সুস্থ রেখে দেশকে বাঁচাতে আজকে আমাদের করোনা সংক্রমন ঠেকাতে হবে। করোনা সংক্রমন বিস্তার এই ঘোষিত লকডাউনের সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভয় নয়, সর্তকতা ও সচেতনতাই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পারে ।
পরিশেষে, ছাগলনাইয়া উপজেলাবাসী, সকল রাজনৈতিক দল-মতসহ সকলের প্রতি আহব্বান জানাই, ছাগলনাইয়া উপজেলাবাসীর নিরাপদ জীবন ও জীবিকার জন্যে এ দুর্যোগে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে বেশি বেশি মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করুন। তিনি ছাড়া পৃথিবীতে আমাদের এই বিপদ থেকে বাঁচানোর আর কেউ নেই। আমরা সবাই দয়াময় আল্লাহর মুখাপেক্ষী হয়ে ক্ষমা ও নিরাপত্তা সাহায্য প্রার্থনা করছি ।
মেজবাউল হায়দার চৌধুরী সোহেল
চেয়ারম্যান-ছাগলনাইয়া উপজেলা পরিষদ,
প্রধান সমন্বয়ক-উপজেলা চেয়ারম্যান করোনা কুইক রেসপন্স টিম,
ছাগলনাইয়া, ফেনী।
১০ই জুন ২০২০