|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঠাননগর করোনা আক্রান্ত মৃত ব্যাক্তি আবদুর রুপ ভুঁইয়া’র লাশটি দাফন সম্পন্ন করেন উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ জুন, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ উপজেলাধীন পাঠাননগর ইউনিয়নে করোনা আক্রান্ত মৃত ব্যাক্তি আবদুর রুপ'র লাশ দাফন সম্পন্ন করতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী কেউ এগিয়ে আসেনি। তথ্য সূত্রে জানা যায়, পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের আবদুর রুপ ভুঁইয়া নামের ব্যাক্তিটি কোভিট ১৯ ভাইরাসে তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ সবাই ছিঁটকে পড়ে। এই খবর জানাজানি হলে ছাগলনাইয়া উপজেলা নির্বার্হী অফিসার সাজিয়া তাহের'র নেতৃত্বে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক মাওলানা জাফর, আবদুল হান্নান, শাহদাত হোসেন, আবুল কালাম, জাহিদ হোসেন রবিবার (৭ জুন) রাত সাড়ে ৯ টায় তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে সার্বিক সহযোগিতা ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল'র পৃষ্ঠপোষকতা উপজেলা চেয়ারম্যান কুইক রেসপন্স টিম'র রহমত উল্যাহ্ ভুঁইয়া, মোঃ হানিফ ও একরামুল হক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.