|| ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হাজতীর মৃত্যু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২০
আকাশ সরকার রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাখাওয়াত হোসেন (৩৫) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। নওগাঁর ধামইরহাট উপজেলার বাসিন্দা ছিলেন। আজ বিকেল পাঁচটার দিকে তিন-চারদিন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এজমা রোগে আক্রান্ত ছিলেন। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, গত ২৪ মে সাখাওয়াত নওগাঁ জেলা কারাগার থেকে রাজশাহীতে আসেন। ওইদিনই তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার এজমা ছিল। দীর্ঘ ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.