|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফেডারেশন অফ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর শাহরাস্তি শাখার সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ জুন, ২০২০
সিদ্দিকুর রহমান নয়ন,শাহরাস্তি প্রতিনিধি: ২ জুন সকাল ১০টা শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শাহরাস্তি ইন্টরন্যশনাল স্কুলে এসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনয় সভার কাজ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি হাসান আহমেদ।
সভায় এসোসিয়েশনে কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি সৈয়দ মোকাদ্দেস হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ছুটন চক্রবর্তী, দপ্তর সম্পাদক নূর আলম। এই সময় বক্তারা কিন্ডারগার্টেন স্কুলের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন। সভাপতি তার বক্তব্যে দেশের এই দূর্যোগের সময় শাহরাস্তি উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মচারীদের সহায়তা করার জন্য মাননীয় এমপি মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের এই দূর্যোগের সময় সকল স্কুল কিভাবে চলবে তারও একটা রূপরেখা তুলে ধরেন। তিনি আরও বলেন আমরা যদি সাংগঠনিক ভাবে ঐক্য বদ্ধ থাকি তাহলে সকল বিপদে আমরা সফলতার সাথে মোকাবিলা করতে পারবো। বক্তারা এই দূর্যোগের সময় সকল সংগঠনের সাথে যোগাযোগ করে ঐক্যবদ্ধ থেকে কাজ করার বিষয় একমত পোষণ করেন। এই সময় কমিটির প্রচার সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, স্কুল বিষয়ক সম্পাদকসহ কমিটির নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.