|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাতক্ষীরা, শ্যামনগরে বৈদ্যুতিক তার ছিড়ে নিহত এক, আহত দুই জন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২০
বাসুদেব দাশ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায়, শ্যামনগরে বৈদ্যুতিক তারে জড়িয়ে আল-আমিন (৩২) নামে এক জন অটো চালকের মৃত্যু হয়েছে। ৩১/০৫/২০২০ রোজ রবিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলার, শ্যামনগর উপজেলার, পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সে ওই গ্রামে মুজিবর রহমান গাজীর পুত্র।
এ ঘটনায় একই গ্রামের আনিছুর গাজীর ছেলে ফয়সাল (১২) এবং সফিকুল সরদারের ছেলে সুমন (৯) মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা জেলার, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শী নিহতের মামা আইয়ুব আলী বলেন, ফয়সাল ও সুমন বাড়ি সংলগ্ন ফুটবল মাঠে খেলার সময় হঠাৎ পল্লী বিদ্যুতের তার ছিড়ে খেলার মাঠে পড়ে এবং উভয়ে বিদ্যুতায়িত হয়। এ ঘটনা আল-আমিন নিজের চোখে দেখতে পেয়ে তাদের উদ্ধার করতে যেয়ে নিজেও বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পার্শ্ববর্তী এলাকাবাসী দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা জেলার, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিন কে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক মৃত বলে ঘোষণা করেন। এবং আহত ফয়সাল ও সুমনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.