ইব্রাহিম খলিল পন্ডিত,দৈনিক বাংলার অধিকার: শাহরাস্তি শহর ছাত্রলীগের কর্মীদের মাঝে ঈদ উপহার দিলেন শাহরাস্তি শহর ছাত্রলীগ নেতা শ্রী হৃদয়জিত সরকার জয়জিত।
ছাত্রলীগ নেতা শ্রী হৃদয়জিত সরকার জয়জিত জানান, শাহরাস্তি পৌর এলাকায় সহযোদ্ধা ছাত্রলীগ কর্মীদের মাঝে আমার সাধ্য অনুযায়ী ঈদ উপহার তুলে দিয়েছি।
তৃণমূল কর্মীরাই একটি রাজনৈতিক সংগঠনের মূল চালিকা শক্তি। বর্তমানে নভেল করোনা ভাইরাসে লকডাউনে থাকা সহযোদ্ধা ৫০ জন কর্মীর পরিবারের মাঝে সাধ্য অনুযায়ী ঈদ- উল - ফিতর উপলক্ষে বিশেষ উপহার সামগ্রী তুলে দিয়েছেন। যাতে শহর ছাত্রলীগ কর্মীদের পরিবার ঈদ অানন্দ থেকে বঞ্চিত না হয়।
ছাত্রলীগ মানুষের পাশে থাকে। ছাত্রলীগের তৃণমূল কর্মীরা হাসিমুখে গর্ব করে বাসায় গিয়ে যেন বলতে পারে মা,বাবা,আপু,ভাইয়া আমি ছাত্রলীগ করি।
আজ ছাত্রলীগ আমাদের পাশে অাছে। এই উপহার দিয়েছে অামাদের পরিবারের সবার জন্য
এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান ঈমন, হৃদয় চন্দ্র পাল,জাফর, আল-আমিন সজল, জহিরুল ইসলাম অনিক, অন্তর সূত্রধর, সুকান্ত সূত্রধর, তুহিন, হাবিব সহ প্রমুখ।