|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
শাহরাস্তি শহরে মুসলিম ছিন্নমূল রোজাদারে মাঝে শ্রী হৃদয়জিত সরকার জয়জিতের ইফতার বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২০
মাহমুদুল হাচান,দৈনিক বাংলার অধিকার: জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। মানব সেবাই মূল ধর্ম আবারো প্রমান করলো শাহরাস্তি শহর ছাত্রলীগ শ্রী হৃদয়জিত সরকার জয়জিত।
রবিবার (২৪ মে) শাহরাস্তি শহর ছাত্রলীগ নেতা শ্রী হৃদয়জিত সরকার জয়জিত নিজস্ব অর্থায়নে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে রোজদারদের ইফতার বিতরন করেছেন। অন্য ধর্মের মানুষ হয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এ ছাত্রলীগ নেতা।
করোনা ভাইরাস সংক্রমণের কারনে সমাজের নিম্ন ও ছিন্নমূল রোজাদার মানুষের কথা চিন্তা করে, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।
তিনি আরো বলেন,নিজের খুদ্র অর্থায়নে চেষ্টা করছি মানুষের পাশে দাড়াতে। ধর্ম এখানে মূল বিষয় নয়,মানবিকতাই সব। সবার প্রতি অনুরোধ মানুষের এ বিপদের সময় আসুন আমরা সবাই মিলে অসহায়দের পাশে দাঁড়ায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.