|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
করোনা ভাইরাসঃ হরিণমারী আমগাছ ভ্রমণ বা পরিদর্শন বন্ধের দাবী এলাকাবাসীর- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২০
মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ করোনা আতংকে যখন গোটা দেশ, প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ ঈদের দিনেও বালিয়াডাঙ্গী করোনার হাত থেকে রক্ষা পায়নি। ঠিক সেই সময়ে এশিয়ার বৃহত্তম ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী আমগাছ দেখার জন্য দূরপ্রান্ত থেকে ছুটে আসছে অনেক ছেলে-মেয়ে, এতে করে এলাকার লোকজন করোনা আতংক বিরাজ করছেন। আমগাছ দেখতে আসা হরিপুর থানার কিছু যুবক মোটরবাইক নিয়ে রাস্তায় অটোচার্জার এর যাত্রীর সঙ্গে সংঘর্ষে এক কিশোর দূর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এলীকাবাসী সূত্রে যানা যায়, দূর্ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আমগাছ ভ্রমন তথা পরিদর্শন সাময়িক বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে এলাকাবাসী জানায়, উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে আমগাছ পরিদর্শন পুনরায় চালু করে। এতে করে করোনা ঝুকি বাড়ার সম্ভাবনা বিদ্যমান বলে মনে করছেন এলাকাবাসী। করোনা পরিস্থিতিতে আমগাছ পরিদর্শন তথা অত্র এলাকায় ভ্রমণ সম্পূর্ণরুপে বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বন্ধের দাবী জানান অনেক সচেতন নাগরিক ৷ এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে গিয়ে পরিদর্শন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করি এবং স্থানীয় ইউপি মেম্বার ও গ্রাম পুলিশকে দায়িত্ব দেই ৷ তিনি আরো বলেন, যেহেতু নিষেধ করার পরেও নিষেধ অমান্য করছে কালকে আমি গিয়ে জরিমানা করবো এবং ভ্রমন বন্ধ করবো ৷
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.