|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মানব উন্নয়ন ফাউন্ডেশন এর রায়শ্রী উত্তরে ঈদ উপহার বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২০
মাহমুদুৃল হাচান,দৈনিক বাংলার অধিকার: ২২ মে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার মানব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সামাজে অবহেলিত,নিম্ন মধ্যবৃত্ত, লকডাউনে কর্মহীন সাধারণ পরিবার, রেমিট্যান্স যোদ্ধা সহ বিভিন্ন শ্রেনীর পরিবারের মাঝে মানব উন্নয়ন ফাউন্ডেশন এর ভিশন-১০০ প্রজেক্ট উপহার সমূহ ২য় ধাপে বিতরণ সম্পূর্ণ করেছে। শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর,দাদিয়া পাড়া,যাদবপুর,দেহেলা,খামপাড়,রশিদপুর, আতাকরা,বোগরা সহ বিভিন্ন গ্রামে মুসলিমদের মাঝে ঈদ সামগ্রী রায়শ্রী উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকার জন সাধারণের মাঝে ঈদের খাদ্য সমূহ,লাচ্ছা সেমাই,প্যাকেট সেমাই, নুডলস, চিনি, প্যাকেট দুধ সহ বিভিন্ন রকম খাদ্য সামগ্রী মানব উন্নয়ন ফাউন্ডেশনের "ভিশন-১০০" এর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে পৌঁছে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান ইব্রাহিম খলিল, যুগ্ন আহবায়ক দুলাল মজুমদার,মামুন মজুমদার, মোঃ কামাল মজুমদার মজুমদার ও ভিশন ১০০ এর সদস্য ফয়সাল আহমেদ জাহিদ ও অত্র এলাকার বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষ। ইব্রাহিম খলিল বলেন,সমাজের অবহেলিত সকল শ্রেনীর মানুষ গুলি আমাদের কাছে তাদের অনেক কিছু পাওয়ার আছে, আমরা তাদের সে অধিকার আদায় করতে পারিনি,আমরা শুধু আমাদের সামর্থ্য অনুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে থেকে, কষ্টে জর্জরিত মানুষ গুলির কষ্টের অংশিদার হতে চাই,আমি সমাজের বৃত্তবান সহ সকল শ্রেনীর মানুষের সহযোগিতা কামনা করি।এবং মানব উন্নয়ন ফাউন্ডেশনের এই নিঃস্বার্থ কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ। দুলাল মজুমদার বলেন, মানব উন্নয়ন ফাউন্ডেশনের এই নিঃস্বার্থ ভালবাসার মাঝে কোন ধরনের কালি নাই,আমরা আগামী দিনগুলিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো।
রেমিটেন্স যোদ্ধা মোঃ কামাল মজুমদার বলেন, দীর্ঘ প্রয় ৩ মাস লকডাউনে থেকে আমরা প্রবাসী এবং সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। অাল্লাহর সৃষ্টির পাশে এই ক্রান্তি লগ্নে পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদের সামাজিক সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশনের পাশে থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। প্রজেক্ট ভিশন-১০০ এর সামাজিক কার্যক্রম সমূহ অব্যহতি রাখার চেষ্টা করে যাচ্ছি। ফয়সাল আহমেদ জাহিদ বলেন,মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রজেক্ট (ভিশন ১০০)জন সাধারণের মাঝে যে ভালবাসা দেখিয়েছে, তা অবিচল চলবে। মামুন মজুমদার বলেন, আমরা চাই দেশের অবহেলিত জনগোষ্ঠীকে নিঃস্বার্থ ভাবে মানবতার সেবক হয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.