|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ইউপি সচিব বিজয় কৃষ্ণ রায় করোনা আক্রান্ত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া: কচুয়া উপজেলার ৭ নং কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন পরিষদের সচিব বিজয় কৃষ্ণ রায় শীল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসলোশনে রয়েছে। রবিবার রিপোর্ট আসার পর বিজয় কৃষ্ণ শীলের বাড়ি উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর শীল বাড়ি লগডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভের নির্দেশক্রমে ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ ওই মেঘদাইর গ্রামের শীল বাড়িটি লকডাউন করেন। এসময় তিনি ওই গ্রামের এলাকাবাসীকে সচেতনতা থাকার নির্দেশ দেন এবং করোনা নিয়ে আতংক না হওয়ার পরামর্শ দেন। এ নিয়ে কচুয়া এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী সংখ্যা-৯ জন এবং মারা গেছেন ২জন। এসময় ইউপি সদস্য ইসমাইল হোসেন চৌধুরী রতন, উদ্যোক্তা শাহজালাল মিয়া, গ্রাম পুলিশ সদস্য খোকন চন্দ্র ও সোবহান উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.