|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
দৈনিক বাংলার অধিকারের সম্পাদক জানালেন সবাইকে ঈদের শুভেচ্ছা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২০
নিজস্ব প্রতিবেদনঃ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দৈনিক বাংলার অধিকারের সম্পাদক এস ডি স্বপন বলেন,সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গুধোলী সন্ধ্যা, চাদণি রাত, সব রঙ্গে রাঙ্গিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন। স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক।‘সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সবাই যেন নিজ নিজ পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন, সময় কাটাতে পারেন। এ খুশির দিনটি সবাই যেন উপভোগ করতে পারে। করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করেও যেন সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এখন করোনার কারণে আসলে সবার এক অবস্থা। আশা করছি সবকিছু খুব শীঘ্রই ভাল হয়ে যাবে, সেটাই কামনা।’ এবং বাংলাদেশ সরকারের নিয়ম কানুন অনুযায়ী চলাফেরা করুন দূরত্ব বজায় রাখুন ধন্যবাদ ঈদ মোবারক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.