|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেলা পরিষদের অর্থায়নে ছাগলনাইয়া পৌরসভা, মহামায়া ও পাঠানগড় ইউনিয়নে ইমাম মুয়াজ্জিন ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারনে ইমাম মুয়াজ্জিন ও কর্মহীন অসহায়দের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল থেকে পৃথক পৃথক ভাবে পাঠানগর ইউনিয়নে, ছাগলনাইয়া পৌরসভা ও মহামায়া ইউনিয়নে প্রায় দুই শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও কর্মহীন অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী উপহার বিতরন করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক'র সমন্বয়ে প্রায় দুই শতাধিক ইমাম মুয়াজ্জিন ও অসহায় কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রী উপহার বিতরনে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কাজী ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল সহ উপজেলা ছাত্রলীগ যুবলীগের অসংখ্য নেতাকর্মী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.