|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া বাঁশপাড়া গ্রামের মরহুম এয়াকুব আলী (মেম্বার) ফাউন্ডেশন’র উদ্যোগে ইমাম মুয়াজ্জিন ও আত্মীয়স্বজনের মাঝে ঈদ উপহার – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া বাঁশপাড়া গ্রামের জমাদ্দার বাড়ির সাবেক মেম্বার (মুক্তিযোদ্ধা চলাকালিন ইউপি সদস্য ছিলেন) মরহুম এয়াকুব আলীর স্বরনে করোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন ইমাম মুয়াজ্জিন ও আত্মীয়স্বজনের মাঝে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম এয়াকুব আলী (মেম্বার) ফাউন্ডেশন'র পরিবার'র উদ্যোগে প্রায় দেড় শতাধিক ঈদ উপহার বিতরন করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে উক্ত ফাউন্ডেশন'র পরিচালক মরহুম এয়াকুব আলী মেম্বার'র তৃতীয় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন রাজিব বলেন, এই সর্বপ্রথম আমার বাবা নামে মরহুম এয়াকুব আলী (মেম্বার) ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান সৃষ্টি করি, ইনশাআল্লাহ্ আমরা যতদিন বেঁচে থাকব ফাউন্ডেশন'র কার্যক্রম চালিয়ে যাবো। বিশেষ করে উক্ত ফাউন্ডেশন থেকে ইমাম মুয়াজ্জিন ও আত্মীস্বজন সহ গরীব অসহায়দের মাঝে সেবা করাটাই এই ফাউন্ডেশন'র মূল লক্ষ্য। তিনি পরিচালক (দেলোয়ার হোসেন রাজিব) আরো জানান, জীবনটা অনেক ক্ষনিকের, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য অসহায় নিরবিচ্ছিন্ন মানুষের পাশে সবসময় উক্ত ফাউন্ডেশন সাথে থাকবে। আপনার আমার বাবার জন্য দোয়া করবেন এটাই সকলের কাছে আমাদের পরিবারের চাওয়া।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.