মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মহামারী করোনায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে দুস্থ, অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। আজ (২৩ এপ্রিল) শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আমজানখোর ইউনিয়ন বিএনপির হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেন ড.টি.এম মাহবুবর রহমান। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টি. এম মাহবুবর রহমানের নিজস্ব অর্থায়নে প্রতিটি ইউনিয়নে ১ শত ৫০ টি করে মোট ১২ শত পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার ধনতলা ও পাড়িয়া ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী পৌছে দেওয়ার মধ্য দিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ কমূসূচির শুভ উদ্বোধন করেন। উল্লেখ যে, করোনায় অসহায় কর্মবঞ্চিত মানুষের পাশে থেকে প্রায় ৫ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ড. টি.এম মাহবুবর রহমান, এখন শুরু করেছেন ঈদ উপহার সামগ্রী বিতরণ। ঈদ উপহার সামগ্রী উদ্বোধনে উপস্থিত ছিলেন পাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউ’পি চেয়ারম্যান এ্যাড. জিল্লর রহমান, ধনতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাদেকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইউনিয়ন বিএনপির নেতা সেলিম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, যুবনেতা আনোয়ার হোসেন পাশা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড.টি.এম মাহবুবর রহমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের নির্দেশনা মোতাবেক করোনা কালীন কর্মবঞ্চিত, অসহায় ও ঘরবন্দি মানুষের মধ্যে খাদ্য সহযোগিতা চলমান রয়েছে। সেই সংগে দেখতে দেখতে ঈদ চলে এসেছে আমাদের সামনে। তাই ঈদ উপহার সামগ্রী ঈদের পূর্বেই গোটা উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছানো হবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, করোনা’য় আমাদের অনেক দুঃখ কষ্ট থাকলেও ঈদের দিনটি সকলের ভাল ভাবে কাটবে বলে প্রত্যাশা করি। সেই সংগে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি সমর্থিত সকল নেতা কর্মীসহ গোটা উপজেলা বাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন মহামারী করোনা হতে বাংলাদেশ তথা গোটা বিশ্ব খুব দ্রুত সুস্থ্য হয়ে উঠবে আমরা নতুন করোনা মুক্ত দেশ পাব এবং পূর্বের ন্যায় ঈদ উদযাপন করতে পারবো। তাই এই ঈদে সরকারি নির্দেশনা মেনে চলুন, ঘরে থাকুন নিজের পরিবারকে রক্ষা করুন।