|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নে ৭ ও ৮ নং ওয়ার্ড যুবদল’র পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্ব করোনা ভাইরাসের মহামারিতে অসহায়, হতদরিদ্র, কর্মহীন ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাশে দাঁড়িয়েছেন মহামায়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র নির্দেশনা মোতাবেক অনুযায়ী মহামায়া ইউনিয়নের ৭ ও ৮ নং যুবদল'র পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে উক্ত ইউনিয়নের ৭ ও ৮ নং যুবদল'র ব্যাক্তিগত অর্থায়নে প্রায় তিন শতাধিক দলীয় নেতাকর্মি ও অসহায় কর্মহীনদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। এই ত্রান সামগ্রী বিতরন বিষয়ে জানতে চাইলে মহামায়া ইউনিয়নের সাবেক যুবদল'র সভাপতি ও সাবেক ইউপি সদস্য মুন্সী আবদুল কাইয়ুম জানান, করোনা ভাইরাসের কারনে অনেকেই কর্মহীন পড়েছে, এবং তিনদিন পর পবিত্র ঈদুল ফিতর তাই মহামায়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের যুবদলের কর্মীদের নিজস্ব অর্থায়নে প্রায় তিন শতাধিক দলীয় নেতাকর্মি সহ কর্মহীন অসহায়দের মাঝে সাহায্যের দুই হাত বাড়িয়ে দিই। তিনি (মুন্সী আবদুল কাইয়ুম) আরো জানান আজ প্রথম দিনে প্রায় তিন শতাধিক কর্মহীনদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। আগামীতেও যুবদলের পক্ষ থেকে মহামায়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। মহামায়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে যুবদল'র উদ্যোগে ত্রান বিতরনে এসময় উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি'র সভাপতি মুন্সী আবুল কাশেম, সাধারণ সম্পাদক রহিম উল্যাহ্ ভুঁইয়া, মুন্সী জামাল উদ্দিন সহ মহামায়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদল'র অসংখ্য নেতাকর্মী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.