বাসুদেব দাশ,বিশেষ প্রতিনিধি:-
সাতক্ষীরায় ঘূর্নিঝড় সিডর, আইলার চেয়েও শক্তিশালী রূপ নিবে আম্পান। এমনটাই মনে করছে সাতক্ষীরার জেলা প্রশাসনসহ স্থানীয় সাতক্ষীরার অধিবাসীগণ ।আগের দেখা আইলা, সিডর, সহ সকল ঘূর্নিঝড় থেকে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এমনটাই মনে করছেন। ইতিমধ্যে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করছে। ঘূর্নিঝড় আম্পান সন্ধ্যার আগেই আঘাত হানতে পারে বলে মনে করছেন সাতক্ষীরার জেলা প্রশাসন সহ সাতক্ষীরার অধিবাসীগণ।
দুপুর ২টার পর হতে উপকূলীয় শ্যামনগরের গাফুরা, পদ্মপুর, ড়িগোলীনি, নেওয়াবেকী, নীলডুমুর, নুরনগর,পাতাখালী দ্বীপের লোকজন কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এখনোও পর্যন্ত চরঅঞ্চল ও উপকূলীয় এলাকা থেকে জনসাধারণ কে নিরাপদ স্থানে সরাতে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করে চলেছেন। এ আম্পান, ঘূর্নিঝড় সিডর, আইলার চেয়েও শক্তিশালী। তাই ক্ষয়ক্ষতি নিরুপণ করতে জেলা প্রশাসন ব্যাপক তৎপর।
জোয়ারে ঘূর্নিঝড় আঘাত হানায় ৭ থেকে ১০ ফুটের জলোচ্ছ্বাস হতে পারে বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অফিস।