|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
নিষিদ্ধ হল তামাকজাত পণ্যের উৎপাদন ও বিক্রি!- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২০
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো তামাকজাত পণ্য। এরপর তামাকজাত পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিক্রি নিষিদ্ধ।
বুধবার (২০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য দেন শিল্পমন্ত্রী।
এর আগে গত সোমবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়কে তামাকজাত পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করা হয়।
ওই আদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তামাক গ্রহণ কোভিড-১৯’এর সংক্রমণ বাড়িয়ে তোলে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তামাক গ্রহণে নিরুৎসাহিত করেছে।
উল্লেখ্য, গবেষণায় দেখা গেছে করোনাভাইরাস ধুমপায়ীদের মারাত্মক ক্ষতি করে। অধুমপায়ীদের চেয়ে একজন ধুমপায়ীর করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১৪ ভাগ বেশি থাকে। এর আগে প্রতিবেশী ভারতসহ বেশ কয়েকটি দেশ তামাকজাত পণ্যের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশেও করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.