আকাশ সরকার,রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৪৯ জনে দাঁড়িয়েছে। বিভাগের আট জেলায় মঙ্গলবার এক দিনে শনাক্ত হয়েছেন ৩১ জন। বুধবারের নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, রাজশাহী বিভাগে সবচেয়ে আক্রান্ত বেশি জয়পুহাটে। সেখানে মোট আক্রান্ত ১১৫ জন। দ্বিতীয় অবস্থানে নওগাঁয় আক্রান্তের সংখ্যা ৮৯ জন। বগুড়ায় এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৩ জন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, রাজশাহীতে ২৩, চাঁপাইনবাবগঞ্জ ৪২, নাটোরে ৪৩ জন, পাবনায় ২৫ জন এবং সিরাজগঞ্জে ১৯ জন শনাক্ত হয়েছেন। নাটোর, রাজশাহী ও সিরাজগঞ্জে একজন করে করোনা রোগী মারা গেছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬ জন। এর মধ্যে রাজশাহী জেলায় সুস্থ হয়েছেন ৭ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৬ জন, জয়পুরহাটে ৩৩ জন, বগুড়ায় ১৪ জন, সিরাজগঞ্জে ৩ জন এবং পাবনায় ১ জন সুস্থ হয়েছেন। এখন হাসপাতালে ভর্তি আছেন ১৪৫ জন। বাকিরা বাড়িতেই আইসোলেশনে আছেন।