|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাতক্ষীরায় গ্রামবাসীর উদ্যোগে ৩৩৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২০
বাসুদেব দাশ,সাতক্ষীরা প্রতিনিধিঃ- করোনা ভাইরাস আতঙ্কে গৃহবন্দী মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে। তাদের অসহায়ত্ব লাঘব করার লক্ষ্যে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার অন্তর্গত খলিশখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগমারা গ্রামবাসীর উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৭/০৫/২০২০ খ্রিঃ রোজ রবিবার হতদরিদ্র ৩৩৫ টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ, চাল, ডাল, তেল, সিমাই, চিনি, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে খলিষখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.