|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরের কমলনগরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২০
সিরাজুল ইসলাম, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের রতন, শুভ ও জাবেদের বিরুদ্ধে। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার জাঙ্গালীয়া গ্রামের শফিউল্যাহ সর্দ্দারে পোলের এরাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাবসায়ী আবুল বাশার চর জাঙ্গালিয়া গ্রামের হাজী আবদুর রবের ছেলে। আহতের ভাই মো. ছিদ্দিক মিয়া ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুরে গরু ব্যবসায়ী আবুল বাশার নিজ বাড়ি থেকে ব্যবাসায়িক উদ্দেশ্যে বাংলা বাজারে যাচ্ছিল। এসময় শফিউল্যাহ সর্দারের পোলের গোড়ায় মটরসাইকেল গতিরোধ করে আবুল বাশারের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে, তার সাথে থাকা ১ লক্ষ ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় জহিরুল ইসলম(রতন), দেলোয়ার হোসেন, শুভ জাবেদ সহ আরও কয়েকজন। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় আবুল বাশারকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে আবুল বাশারকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। জহিরুল ইসলাম রতনের সাথে মোবাইল ফোনে ঘটনা বিষয়ে জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন। এ ব্যাপারে কমলনগর থানার অফিসার ইনচার্জ নুরুল আবছার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.