|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নগরে করোনা পরিস্থিতিতে ও থেমে নেই রমরমা কোচিং বাণিজ্য – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২০
ফরহাদ হোসেন জনি, মুন্সীগন্জ প্রতিনিধি ঃসারাদেশ যখন করোনা পরিস্থিতিতে অচল তখন ও শ্রীনগরে থেমে নেই কোচিং বাণিজ্য সরকারি নিষেধ উপেক্ষা করে উপজেলার তন্তর ইউনিয়ন এর ৭নংওয়ার্ডের তন্তর গ্রামের মোঃপারভেজ( পিতা ঃ-মোঃমন্জুল হক) চালিয়ে যাচ্ছেন তার কোচিং বাণিজ্য প্রতিদিন সকাল ৯টা থেকে চালিয়ে যাচ্ছেন তার এই কোচিং বানিজ্য এবিষয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে তিনি পালিয়ে যান পরবর্তীতে৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ কুদ্দস ও তার সহযোগি সাজু সাংবাদিকদের ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে বলেন সারা দেশে এতকিছু ঘটছে আপনারা তা না দেখে এই কোচিং নিয়ে মাথা ব্যাথা কেন?এটা কোন অন্যায় না এটা উপকার করছে, তার পর ই ইউপি সদস্য কুদ্দুস ও সাজু সাংবাদিকদের ভালো চাইলে চলে যা বলে হুমকি প্রদান করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.