|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় রোজা রেখেও অসহায় কৃষকের ধান ঘরে তুলে দিল ছাত্রলীগ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২০
মো: মাসুদ রানা,কচুয়া প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে শ্রমিকের সংকট দেখায় চাঁদপুরের কচুয়ায় অসহায় কৃষকের পাকা বোরো ধান কাটা দিয়েছে কচুয়া ছাত্রলীগের নেতাকর্মীরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নির্দেশে ও উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের তত্ত¡বধানে কচুয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় পাকা ধান কেটে দিচ্ছেন কৃষকের। রবিবার উপজেলা ছাত্রলীগ নেতা ইমাম হোসাইনের নেতৃত্বে ১৫ জন নেতাকর্মী পৌরসভার কোয়া গ্রামের আক্তার হোসেন নামে এক অসহায় কৃষকের ৩০ শতাংশ জমির বোরো ধান কেটে পৌছে এবং মাড়াই করে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জুলফু মিয়া,ছাত্রলীগ নেতা সাব্বির, আনিছ,ফয়সাল,দীপ্ত,হাবিব খানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.