|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অসহায় কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২০
সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় ও পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান উপলক্ষে অত্র বিদ্যালয়ের এসএসসি '৯৮ ব্যাচ'র দেশ ও প্রবাসী বন্ধুদের আর্থিক সহযোগিতায় সরোজিনী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত ২০ জন হতদরিদ্র শিক্ষার্থী সহ উপজেলার শুভপুর ও ঘোপাল ইউনিয়নে প্রায় শতাধিক কর্মহীন, অসহায় ছিন্নমুল মানুষের পাশে দাঁড়িয়েছেন। জানা যায়, অত্র বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচ'র ছাত্র ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের বর্তমান সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও রেজাউল করিম ও রাজিব এর সার্বিক তত্বাবধানে ও অত্র বিদ্যালয়ের '৯৮ ব্যাচ'র সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতায় দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষদের জন্য সাহায্যের দুইহাত বাড়িয়ে দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে দৈনিক বাংলার অধিকার ছাগলনাইয়া প্রতিনিধিকে জানান, অত্র বিদ্যালয়ের '৯৮ ব্যাচ'র বন্ধুরা অতীতের ন্যায় আমরা একসাথে আছি, থাকব। ফলে দেশের এই পরিস্থিতেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অসহায় মানুষের সেবায় দোঁড়গোড়ায় পোঁছে যাচ্ছি। তাই করোনা ভাইরাসের কারনে আক্রান্ত এই সমাজ ও দেশ, ফলে বিবেকের তাড়নায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের '৯৮ ব্যাচ'র সকল বন্ধুরা। তাই আমরা সম্মিলিত ভাবে দরিদ্র শিক্ষার্থী ও শতাধিক কর্মহীন অসহায়দের মাঝে সামান্যতম ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দিই। সদস্যরা আরো জানান, দেশের পরিস্থিতি অনুকুলে না আসা পর্যন্ত আমাদের সাধ্যমত পর্যায়ক্রমে উপহার সামগ্রী দিয়ে যাবো ইনশাআল্লাহ্। সদস্যরা আরো বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বেশি বেশি করে পবিত্র কোরাআন শরীফ খতম করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ও সামাজিক দুরত্ব মেনে চলুন। ঈদ উপহার সামগ্রী বিতরনের পর করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান রাব্বুল আলামিন নিকট বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি '৯৮ ব্যাচ'র সকল শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.